parbattanews

চেক প্রতারণা মামলায় কলমপতি হেডম্যান কারাগারে

কাউখালীর ৯৬ কলমপতি মৌজার হেডম্যান অংখ্যাইচিং চৌধুরীকে (৩৫) আটক করেছে পুলিশ

পৃথক তিনটি চেক প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি কাউখালীর ৯৬ কলমপতি মৌজার হেডম্যান অংখ্যাইচিং চৌধুরীকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে উপজেলার বেতবুনিয়া দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। কাউখালী থানার ওসি শহিদ উল্লাহ জানান, আটক অংখ্যাইচিং চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি চেক প্রতারণার মামলা রয়েছে। সবকটিই চেক প্রতারণা মামলা। তিনটিতেই তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোওয়ানা জারি করা হয়েছে।

আটক অংখ্যাইচিং চৌধুরী উপজেলার বেতবুনিয়া দক্ষিন পাড়া এলাকার মৃত চাইথোয়াইপ্রুর চৌধুরীর ছেলে এবং দীর্ঘদিন ৯৬ কলমপতি মৌজা হেডম্যানের দায়িত্ব পালন করে আসছেন। মামলাগুলো হচ্ছে সিআর ১২২/১৫, সিআর ২১/১৭ ও সিআর ১১৬/১৯।

Exit mobile version