চোরাচালান প্রতিরোধে গ্রামে-গ্রামে কমিটি গঠন করুন: জেলা প্রশাসক

fec-image

জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান বলেন, কক্সবাজার জেলার রম্য ভূমি রামু উপজেলার অন্তর্গত কচ্ছপিয়া-গর্জনিয়া ইউনিয়ন ২টি প্রকৃতির আপন হাতে গড়া নৈর্সগিক স্থান হিসেবে এর সুনাম দীর্ঘ দিনের। বর্তমানে ইউনিয়ন দুটির সে সুনামে ছিড় ধরেছে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আসা মাদক ও চোরাচালানের কারণে। যা পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।

তিনি আরও বলেন, এলাকার খামারীদের বাঁচাতে হবে। তারা হয়রানীর স্বীকারে পড়লে গবাদি পশু লালনে বাধাঁর সৃষ্টি হবে। স্থানীয়ভাবে ব্যাংক, ব্যাংকিং প্রতিষ্ঠান,
ও টাকা লেন-দেনের সাথে জড়িতদের একাউন্ট নম্বরের হিসেব দেখতে হবে। প্রতিদিন কতটাকা লেদদেন করা হচ্ছে তা খতিয়ে দেখে রির্পোট দিকে নির্দেশ দেন রামু উপজেলা নির্বাহী অফিসারকে।

তিনি এক পর্যায়ে বলেন,চোরাচালান রোধে গ্রামে গ্রামে,পাড়ায়-পাড়ায় চোরাচালান প্রতিরোধে কমিটি গঠন করতে হবে । খামারীদের বাচাঁতে স্থানীয় চেয়ারম্যান ও প্রাণী সম্পদ অফিসারদের তদারকী বাড়াতে হবে। তাদেরকে সহায়তা করা উচিত পাশাপাশি চোরাই গবাদি পশু পাচারে সজাগও থাকতে হবে।

তিনি বলেন, বিজিবি,পুলিশ,চেয়ারম্যান বা অন্য কোন সচেতন মহল এককভাবে উদ্যোগ নিলেও কাজ হবে না। সবার সস্মিলিত শক্তি নিয়ে যৌথভাবে এগিয়ে আসতে হবে এ সব প্রতিরোধে। তবেই এলাকার সুনাম ধরে রাখা যাবে। নচেৎ একদিন এর কুফল সকলকে গ্রাস করবে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, রামু থানার ওসি( তদন্ত) নাজমুল হুদা, রামুর প্রাণীর সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জেন ডা. আবদুল কাদের রবিন, নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি প্রতিনিধি আবদুল লতিফ, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আই সি মোহাম্মদ সাইফুল ইসলাম,কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল হক চৌধুরী প্রমুখ।

এছাড়া গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার জাহান চৌধুরী, গর্জনিয়া বাজার ব্যবসায়ী নেতা মৌলানা আলী আকবর, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল, গর্জনিয়া বোমাংখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী,যুবলীগ সভাপতি
নজরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ ইউনুছ। এছাড়া ব্যবসায়ী,শিক্ষক, সাংবাদিক জনপ্রতিনিধি, সমাজকর্মী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন, অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাহাবুদ্দিন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কমিটি, গঠন, গ্রাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন