চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

fec-image

কক্সবাজার সদরের চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তথা রাসুল (সা.) এর সিরাত নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত সুপার মাওলানা ফজজুল করিমের সভাপতিত্বে ও মাদ্রাসার মেধাবী ছাত্র নাশিদ বিন এমদাদের কোরান তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত সভায় রাসুল (সা.) জীবনী নিয়ে আলোচনা পেশ করেন মাদ্রাসার শিক্ষক সাংবাদিক মো. মিজানুর রহমান আজাদ, মাওলানা আনোয়ার হোছাইন, মাষ্টার আবু মুছা, মাস্টার মো. ফেরদাউস, মাওলানা আজিজ উদ্দীন ও মোহাম্মদ হোছাইন।

উপস্থিত শিক্ষার্থীদেরকে (৬ষ্ঠ-১০ম) ক ও খ গ্রুপে ভাগ করে নবী (সা.) এর মহিমান্বিত জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা পরিচালনা করা হয়।

প্রতিযোগিতায় সর্বোচ্চ নাম্বার পেয়ে ক গ্রুপে ১ম স্থান অধিকার করেন নবম শ্রেণীর ছাত্র নাশিদ বিন এমদাদ, ২য় ও ৩য় স্থান যথাক্রমে মুসলিমা আক্তার ও আশরাফিয়া আক্তার।

খ গ্রুপ তথা ৬ষ্ট থেকে ৮ম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র মো. আরফাত, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে মো. মুসা ও মারওয়া বিনতে মনজুর। এছাড়া ১০ জনকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। পরে ক্বারী মাওলানা এমদাদ উল্লাহর বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন