চড়া দামে পেঁয়াজ বিক্রি করলে ছাড় নয়: গুইমারা উপজেলা র্নিবাহী অফিসার


দেশে পেঁয়াজের দর নিয়ে অনেক হয়রানি হয়েছে সাধারণ মানুষ আর নয়-এমন মন্তব্য করে গুইমারা উপজেলা র্নিবাহী অফিসার তুষার আহমেদ বলেছেন, সাধারণ মানুষ যাতে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক দরে পায় সে লক্ষে গুইমারা উপজেলা প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে।অতিরিক্ত বা চড়া দামে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় কোন পণ্য বিক্রি করলে কাওকে ছাড় দেওয়া হবেনা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গুইমারা বাজার মনিটরিং কালে ক্রেতাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় উপজেলা র্নিবাহী অফিসার তুষার আহমেদ বেশ কয়েকটি দোকানদারকে প্রাথমিকভাবে সতর্ক করে বলেন, সাধারণ ক্রেতারা যাতে হয়রানির শিকার না হয়। সপ্তাহে কলা, হলুদ কাঁচামাল বিক্রি করে অনেক কষ্টে পার্বত্য এলাকার মানুষ পারিবারিক জীবিকা র্নিবাহ করেন। তাদের কষ্টে উর্পাজিত অর্থ পণ্যের অতিরিক্ত দামে জুলুম করে নিবে তা মেনে নেওয়া যায়না।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ সাধারণ ক্রেতারা উপস্থিত ছিলেন।