কক্সবাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


কক্সবাজারের রামুতে কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে ছুরিকাঘাতে নাজেম মওলা সাহেদ প্রকাশ ছায়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছায়া কচ্ছপিয়ার রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. সাইফুল আলম জানান, মদ পান করে স্থানীয় ২ যুবক একটি গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিল। এমন সময় ছায়া এসে প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দেলোয়ার ও ওসমান নামের ২ যুবক। পরে স্থানীয়রা ছায়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. সাইফুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঘটনাপ্রবাহ: মৃত্যু
Facebook Comment