parbattanews

ছেলেধরা গুজবে ব্যবসায়ীদের সাথে নাইক্ষ্যংছড়ি পুলিশের জনসচেতনতা সভা

ছেলেধরা গুজব বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বাজারের ব্যবসায়ীদের নিয়ে নাইক্ষ্যংছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (৬আগষ্ট) নাইক্ষ্যংছড়ি বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ।

আলোচনা সভায় তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ‘ছেলেধরা গুজব’ ছড়িয়ে গণপিটুনিতে কয়েকজন হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। ছেলেধরা সন্দেহে কেউ নিজের বিপদ ডেকে আনবেন না। তাই প্রতিটি এলাকায় ছেলেধরা গুজবে কান না দিয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন- গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহজনক ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। ৯৯৯ নম্বরে কল দিলেও অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ব্যবসায়ীদের যথেষ্ট ভূমিকা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হাজী এম এ কালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার প্রমুখ। মতবিনিময় সভায় বাজারের জনপ্রতিনিধি, ব্যবসায়ীছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Exit mobile version