parbattanews

ছেলেধরা গুজব প্রতিরোধে লংগদুতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক সভা

রাঙামাটির লংগদুতে থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা

গুজব জাতি ও সমাজকে বিভ্রান্ত করে। গুজবে কান দেওয়া যাবে না। ছেলে ধরা, রক্ত নেওয়া, গলা কাটা এসব গুজবকে বিশ্বাস করে কাউকে গনধোলাইয়ের নামে মেরে ফেলা যাবে না। কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা থানায় খবর দিন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করার আনুরোধ জানিয়েছেন বক্তারা।

বুধবার (২৪ জুলাই) রাঙামাটির লংগদুতে থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভায় বক্তারা এ সব কথা বলেছেন।

উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুল, মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসা, লংগদু মডেল কলেজ, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতন সভার আয়োজন করা হয়।

এ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সভাপতিত্বে সচেতনতা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘাইছড়ি থানা সার্কেলের অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, ওসি (তদন্ত) মোঃ মহিউল। এস আই আবুল কালাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।

Exit mobile version