parbattanews

জঙ্গিবাদ নয় আলোকিত বাংলাদেশ দেখতে চায় মানুষ: উথিনসিন মারমা

রাজস্থলী প্রতিনিধি:

মানুষ সন্ত্রাস, জঙ্গীবাদকে পছন্দ করে না, মানুষ চায় এগিয়ে যাওয়া, মানুষ চায় সম্ভাবনাময় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগ আজ সারা বিশ্বে প্রশংসিত হয়ে উঠেছে। ২০২১ সালের মধ্যে আমাদের বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ হিসেবে রূপান্তর করা হবে। তাই সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদকে প্রতিহত করতে হবে। সু-শিক্ষিত হয়ে জাতি হিসেবে দেশে পরিচিত লাভ করতে হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি) এবং মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা এ কথা গুলো বলেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজস্থলী কলেজ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি নিউচিং মারমা, সাংবাদিক মো. আজগর আলী ভান, কলেজ অধ্যক্ষ উপানন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা, ডা. রুইহ্লাঅং মারমা, থানা অফিসার ইনচার্জ এসএম মাহবুবুল আলম, স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসার হারুন প্রমুখ।

সভায় ইউএনও বলেন, আদর্শ শিক্ষিত জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। আদর্শ শিক্ষার্থীরা পরিবার সমাজ ও দেশকে উন্নত বিশ্বের বহুদূর এগিয়ে নিতে পারে। ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জঙ্গিবাদ মুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

Exit mobile version