রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সারাদেশে বাড়ছে করোনা সংক্রমন। এরপর ও রাজস্থলীর কোথাও কোন স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। সব জায়গায় নো মাস্ক নো সার্ভিস লেখা থাকলেও বাস্তবতার সাথে কোন মিল নেই।
এ পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজস্থলীতে ফের অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। ৪ এপ্রিল রবিবার দুপুরে রাজস্থলী বাজার, নারামুখ পাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার শেখ ছাদেক। অভিযানকালে মাস্ক না পরে পকেটে ঝুলিয়া রাখা, স্বাস্থ্যবিধি না মানা মানুষদের সর্তক করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসাধারণকে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন।
তিনি বলেন, মানুষের মাস্ক পরিধান নিয়ে সচেতনতা বাড়াতে ফের ভ্রাম্যমাণ আদালত শুরু করেছেন। এ টি চলমান থাকবে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। আদালত পরিচালনার সময় মাস্কবিহীন পথচারীদের ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
এ সময় থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।।