parbattanews

জমি বেদখল প্রচেষ্টার অভিযোগে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি:

রামগড়ের হাফছড়িতে বাঙালি কর্তৃক পাহাড়িদের জমি বেদখল চেষ্টার অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বুধবার বিকালে খাগড়াছড়ি সদরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা ও জেলা কমিটির অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা।

বিক্ষোভ মিছিলটি বিকাল ৩:৩০ টায় শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস এলাকায় এসে শেষ হয়।

সমাবেশে রতনস্মৃতি চাকমা অভিযোগ করে বলেন, ‘বাঙালিরা আইনশৃঙখলা বাহিনীর সহায়তায় রামগড়ের হাফছড়িতে সাধন চাকমা ও থুইয়ো মারমার জমি বেদখল করেছে। তারা এখন সেখানে জঙ্গল সাফ করছে।’

বক্তারা আরো বলেন, ‘রামগড় মানিকছড়ি এলাকায় ভূমি বেদখলের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন পাহাড়িদের জমি জোর করে দখল করছে। সেনাবাহিনীর ভয়ের কারণে সাধারণ জনগণ প্রতিবাদও করতে পারছে না।’

বক্তারা অবিলম্বে পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ ও ভূমি বেদখল বন্ধের দাবী জানান।

Exit mobile version