parbattanews

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বুধবার কক্সবাজার আসছেন

বুধবার ১০ জুলাই কক্সবাজার আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ও কক্সবাজার শহরতলীর খুরু স্কুলে আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করবেন তাঁর এ সফরে। তাঁর সাথে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও কক্সবাজার সফরে আসবেন বলে জানা গেছে।

আবহাওয়া অনুকূলে থাকলে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনকে বহনকারী হেলিকপ্টার সরাসরি ঢাকা থেকে উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্প হেলিপ্যাডে অবতরণ করার কথা রয়েছে।

আবহাওয়া দূর্যোগপূর্ণ হলে কক্সবাজার বিমানবন্দরে বান কি মুনের হেলিকপ্টার অবতরণ করবে।ইউএনএইচসিআর-এর কক্সবাজার সাব অফিসের একজন উর্ধ্বতন কর্মকতা এ তথ্য নিশ্চিত করেছেন।বান কি মুন বুধবারই হেলিকপ্টার যোগে ঢাকা হয়ে বাংলাদেশ ত্যাগ করবেন।

প্রসঙ্গত, বান কি মুন ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিকমানের জলবায়ু সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’ এ যোগ দিতে নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমাসহ দু’দিনের সফরে মঙ্গলবার বিকেলেই বাংলাদেশে আসবেন বলে সিডিউল রয়েছে। একইসাথে বান কি মুন তাঁর সফরে কক্সবাজারের খুরুস্কুলে আশ্রায়ন প্রকল্প ও রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনের জন্য ৬ ঘন্টার কর্মসূচিও রেখেছেন।

Exit mobile version