জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা অনুর্ধ্ব-১৭

fec-image

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা (অ-১৭) ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি বালিকা দল।

শনিবার( ৮ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি জেলার অপ্রতিরোধ্য বালিকা (অনুর্ধ্ব-১৭) টিম।

এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে নির্বাচিত হন খাগড়াছড়ির ইশিতা ত্রিপুরা।

ফাইনাল খেলায় চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার পাশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

এ সময় চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বারর, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, খাগড়াছড়ি ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বান্দরবান জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম,ক্রীড়া সংগঠক সুলতান আহমদ ভূইয়া, খাগড়াছড়ি প্রমিলা ফুটবল কোচ জ্যোতি বসু ত্রিপুরা,ক্রীড়া সংগঠক আনিসুল আলম চৌধুরী (আনিক), মাদল বড়ুয়া, আক্তার হোসেন রুবেল, ফুটবল কোচ আনোয়ার হোসেন, ক্যাপ্রুচাই মারমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, প্রমিলা, ফুটবল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন