parbattanews

জাতীয় কন্যাশিশু দিবসে মানিকছড়িতে আলোচনা সভা

‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্যে পালিত জাতীয় কন্যাশিশু দিবসে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (এস.আই) মো. নাজমুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্, মানিকছড়ি ইংলিশ স্কুল অধ্যক্ষ মো. গোলাম রসুল, সাংবাদিক মো. ইসমাইল হোসেন, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য বৈশাখী মজুমদার ও ঐশি মজুমদার।

প্রধান অতিথি মো. জয়নাল আবেদীন বলেন, কন্যাশিশু এখন সমাজের বোঝা নয়, কন্যারাও এখন দেশ ও সমাজের সম্পদ। কন্যাশিশুকে অবহেলার দিন শেষ।

সভাপতি রক্তিম চৌধুরী বলেন, ধৈর্যশৈর্যে কন্যাশিশুরা অনেক আন্তরিক হলেও আজকাল সমাজ ও পরিবারে কন্যাশিশুকে আড়চোখে দেখা হয়। অথচ কন্যাশিশুরাই সাফজয়ী শিরোপা অর্জন করে বিশ্ব পরিমন্ডলে তাদের সফলতায় আমরা মুগ্ধ।

Exit mobile version