জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজস্থলীতে র্যালি ও আলোচনা সভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটির রাজস্থলীতে র্যালি ও আলোচনা সভার আয়োজনে করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।
শুক্রবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি র্যালি বের হয়। যেখানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদে নির্বাহী অফিসার এর কার্যলয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলার ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ সফিউল আজম, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া প্রমুখ।