parbattanews

জাতীয় পার্টির লামা সাংগঠনিক জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন

এম.এ. আবদুল ছামাদকে আহ্বায়ক ও মুজিবুল হক মাস্টারকে সদস্য সচিব করে জাতীয় পার্টির লামা সাংগঠনিক জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সুপারিশক্রমে গঠিত কমিটির অনুমোদন দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-দপ্তর সম্পাদক এম.এ রাজ্জাক খানের স্বাক্ষরিত পত্রে এ তথ্য পাওয়া গেছে।

৫১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- মংচানু মার্মা ও মো. গিয়াস উদ্দিন যুগ্ম-আহ্বায়ক। আবুল হোছাইন ও মহি উদ্দিন চৌধুরী মাইকেল যুগ্ম-সদস্য সচিব। মো. হাবিবুর রহমান, আবদুস ছত্তার ফরাজী, মৌ. জাফর উল্যাহ, আবদু ছালাম,মো. রিয়াজ, মো. মোর্শেদ, আবদু ছাত্তার, মো. ফরুক সিকদার, মো. কাউছার উদ্দিন, শ্যামুয়েল মুরুং, রিতা মুরুং, ফারজানা বেগম, আবদুল লতিফ, মোর্শেদ আলম, আবদুর বাতেন, আবদুল্লাহ গাজী, হ্লাথই মার্মা, মো. আবদুল্লাহ, আবু বক্কর ছিদ্দিক, আলী হোসেন, সামছুল আলম, মো. জাফর আহমদ, মো. হোসেন সওদাগর, মো. সুরত আলম, মো. ইউছুপ সিকদার, সামছুল হক, সামছুল আলম, নুরুল আফসার, সৈয়দ হোসেন, মো. রুস্তম আলী, মো. পান্না মেম্বার, আবদুল মালেক, সৈয়দ আলম, মো. কামাল উদ্দিন, আবদুর রশিদ, ওমর ফারুক, মো. রহমত আলী, লাংনিং মুরুং, আঃ জব্বার, মো. মিলাদ মিয়া, ওসমান গণি শিমুল, মো. মোশারফ হোসেন, নুরুল ইসলাম ও আবদুল রহমান সদস্য।

২৭ অক্টোবর কমিটি অনুমোদনের পর গত ৯ নভেম্বর সকালে লামাস্থ জাতীয় পার্টির কার্যালয়ে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নেতাকর্মীদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি লামা সাংগঠনিক জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ কাজী ফিরোজ রশিদ, সোলায়মান আলম সেঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতা কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।

Exit mobile version