parbattanews

জাতীয় শুদ্ধাচার কর্ম প‌রিকল্পনার ভি‌ত্তি‌তে সুশাসন প্রতিষ্ঠার নি‌মি‌ত্তে অংশীজ‌নের সভা অনু‌ষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কর্ম প‌রিকল্পনার ভি‌ত্তি‌তে সুশাসন প্রতিষ্ঠার নি‌মি‌ত্তে অংশীজ‌নের অংশগ্রহ‌নে জুম মি‌টিং অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (২৭‌ ডি‌সেম্বর) সকা‌লে এল‌জিই‌ডির সম্মেলন ক‌ক্ষে অনু‌ষ্ঠিত জুম মি‌টিং এ প্রধান অ‌তি‌থি ছি‌লেন বান্দরবান এল‌জিই‌ডির নির্বাহী প্রকৌশলী নাজমুল সাদাত মো. জিল্লুর রহমান।

এসময় নির্বাহী প্রকৌশলী ব‌লেন, বান্দরবান দুর্গম জেলা হবার পরও এখা‌নে বর্তমান সরকা‌রের আম‌লে এল‌জিইডির মাধ‌্যমে বেশ উন্নয়ণ হ‌য়ে‌ছে। বর্তমা‌নে এল‌জিই‌ডি অত‌্যান্ত সুনা‌মের সা‌থে পাহা‌ড়ের প্রত‌্যন্ত অঞ্চ‌লে বিদ‌্যালয় ভবন, রাস্তা, ব্রিজ, কালভার্টসহ যেখা‌নে যা প্রয়োজন সেখা‌নে তা নির্মাণ কর‌ছে। এসব উন্নয়‌নের ফ‌লে বান্দরবা‌নের প্রত‌্যন্ত এলাকার দৃশ‌্যপট অ‌নেকটাই পা‌ল্টে গে‌ছে ব‌লেও জানান তি‌নি।

সদর দপ্তর ঢাকার সা‌থে অনু‌ষ্ঠিত এ জুম মি‌টিং এ বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বান্দরবান এল‌জিই‌ডির সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী ‌মো. আসাদুজ্জামান, বান্দরবা‌ন এল‌জিই‌ডির সি‌নিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উ‌দ্দিন, এল‌জিই‌ডির সি‌নিয়র প্রকৌশলী, উপ‌জেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলীসহ বি‌ভিন্ন ঠিকাদার ও সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version