জাতীয় শোক দিবসে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা

fec-image

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৪ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১১ শতাধিক পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালে গুইমারা সরকারি কলেজ মাঠ, মাটিরাঙ্গা সরকারি কলেজ মাঠ, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ এবং লক্ষ্নীছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ মানবিক সহায়তা প্রদান করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও লেডিস ক্লাব, গুইমারা রিজিয়নের পক্ষ থেকে শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক পাহাড়ি-বাঙ্গালী মহিলাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন লেডিস ক্লাব ও সেপকস-সহ-সভানেত্রী মিসেস মাহফুজা রহমান। মানবিক সহায়তা কর্মসূচিতে পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন