parbattanews

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়।

রবিবার(১৬ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খতমে কোরআন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ইফা কাপ্তাই উপজেলার ফিল্ড সুপারভাইজার এম মাঈনুল আলম মুবিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং ইফার কাপ্তাইয়ের মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমান।

অনু্ষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, কিন্ত জাতির পিতা আজ আমাদের মাঝে নেই কিন্ত উনি সোনার বাংলা রেখে গেছেন, তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার ইফা পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক, উপজেলার বিভিন্ন মসজিদের খতিব এবং ইমামরা উপস্থিত ছিলেন।

সবশেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Exit mobile version