জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের স্মরণ সভা


স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার(১৬ আগস্ট) সকালে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা জচিংলামং চৌধুরী সঞ্চালনায় ও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম ও জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা আলোচনায় অংশ নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শাহেনা আক্তার, জেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার দাশ, প্রেসক্লাবের সভাপতি জনাব জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।
এসময় পরিষদ সদস্য, ন্যাস্ত বিভাগের বিভাগীয় প্রধান রাজনীতিবিদ, হেডম্যান-কারবারি প্রতিনিধি, সাংবাদিক ও পরিষদের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন