parbattanews

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৩ বিজিবি’র ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে সাজিয়ে ছিল পানছড়িস্থ ৩-বিজিবি লোগাং জোন।

সোমবার (১৫ আগস্ট) দিনের শুরুতেই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সম্প্রদায়ের কর্মহীন, অসহায়, হত-দরিদ্র ও দুস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

৩-বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত আলম উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। লোগাং জোন সদর দপ্তরের বাস্কেট বল মাঠে ত্রাণ নিতে আসা পংস মারমা, আবদুল কুদ্দুস, খোদেজা, সুমতি ত্রিপুরা, ক্যমং মারমারা বিজিবি’র ত্রাণ পেয়ে খুশীর কথা জানান।

এদিকে অত্র ব্যাটালিয়নের অধিনস্থ লোগাং বিজিবি ক্যাম্প ও পূজগাং বিজিবি ক্যাম্প এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবার এ সেবা গ্রহণ করেন। ৩-বিজিবি মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মশিউর রহমান চিকিৎসা সেবা প্রদান করেন।

Exit mobile version