parbattanews

জানুয়ারিতে বিপিএল, অক্টোবরে আসছে জিম্বাবুয়ে

পার্বত্যনিউজ ডেস্ক:

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। শিডিউল অনুযায়ী যা হওয়ার কথা ছিলো আগামী জানুয়ারিতে। সিরিজের সময় এগিয়ে আনায় নতুন সময়সূচী নিয়ে বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। খবর ক্রিকইনফো’র।

খবরে বলা হয়, জিম্বাবুয়ে যদিও মাঝ অক্টোবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে থাকবে, তবুও এর পরপরই সিরিজ আয়োজনে বিসিবি অত্যন্ত আগ্রহী।

বিসিবি’র প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী জানান, সিরিজের সময়সূচী পুনঃনির্ধারণে দুই বোর্ড নীতিগতভাবে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘আমাদেরকে সিরিজটির শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে, কারণ জানুয়ারিতে আমাদের বিপিএল আয়োজন করতে হবে। তাই এই সিরিজটি নিয়ে আমাদের আরও কিছু বিষয়ে বিস্তারিত কাজ করতে হবে’।

এদিকে, আগামী বিপিএল টি-২০ আসরটি মূলত চলতি বছরের ৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু দেশের জাতীয় নির্বাচনের কারণে তা স্থগিত করে জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে।

যাইহোক, অক্টোবরে জিম্বাবুয়ে সিরিজের পরপরই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ফলে ক্রিকেটে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে টাইগারদের, তা বলাই বাহুল্য।

Exit mobile version