জামায়াত নেতা আবেদনে ১৫ বছর পর ডক্টরেট ডিগ্রী অনুমোদন


জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল কুতুবদিয়া-মহেশখালী আসনে জামায়াতের সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ’র আবেদনের ১৫ বছর পর ডক্টরেট ডিগ্রী অনুমোদন দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
গত ১২ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৪৭ তম সভা ও ২৬ মার্চ অনুষ্ঠিত ৫৬০তম সিন্ডিকেট সভায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের পিএইচডি ডিগ্রী অনুমোদন দেয়া হয়।
কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী বলেন, ২০০৮ সালে নির্বাচিত সংসদ সদস্য থাকা অবস্থায় হামিদুর রহমান আযাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাস্ট্রবিজ্ঞানের একটি বিষয়ে পিএইচডির জন্য আবেদন করে ছিলেন।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে আবেদন স্থগিত রাখা হয়েছিল।