জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের বিক্ষোভ
রাঙ্গামাটি প্রতিনিধি
জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগ। শুক্রবার বিকালে শহর আওয়ামীলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সামবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌরচত্তর হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপাস্থ আলীফ মার্কেটের সামনে শেষ হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি মো. সোলাইমান এর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু নীখিল কুমার চাকমা, আওমীলীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুছা মাতব্বর, , জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজলসহ আওয়ামীলীগ ও আর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহবান জানান।
পাশপাশি সাম্প্রদায়িক চেতনা নিয়ে আগামীতে আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে জনগণের তথা দেশের সেবা করার সুযোগ দিতে এলাকাবাসীর প্রতি আহবান জানান। এ সময় বর্তমান আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডেরও চিত্র তুলে ধরেন।