জার্মানিকে হারিয়ে জাপানের নতুন চমক


গতকাল শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হেরে গেছে সৌদি আরবের কাছে। এবার এশিয়ার আরেক দেশ জাপান দেখালো নতুন চমক।
আজ বুধবার আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিলো এশিয়ার ব্রাজিলখ্যাত জাপান।
জার্মানি-জাপানের ম্যাচে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচের মতোই একই চিত্র দেখা গিয়েছে। ওই ম্যাচে যেমন প্রথমে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। জাপানের বিপক্ষেও প্রথমে পেনাল্টি থেকে গোল করেন জার্মানির ইলকায় গুন্ডোগান। ৩৩তম মিনিটের সেই গোলের পর জার্মানরা আর গোল আদায় করতে পারেনি। উল্টো ৮ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে তারা। ৭৫তম মিনিটে জাপানের হয়ে সমতাসূচক গোলটি করেন সুপার সাব রিতসু দোয়ান। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন আরেক সুপার সাব তাকুমা আসানো।