জার্মানি থেকে দেশে এলো আড়াই কোটি টাকার রাইফেল

fec-image

জার্মানি থেকে বাংলাদেশে এসেছে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকার রাইফেল। দুই বছর আগে জার্মানির ওয়ালথার কোম্পানির তৈরি ১৭৭ রাইফেল কিনেছিল শুটিং ফেডারেশন। সেবার ৫০টি রাইফেল এসেছিল। এবার এসেছে আরও ৩৫টি রাইফেল।

আজই ফেডারেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেগুলো হাতে পেয়েছে।

প্রতিটি রাইফেলের পেছনে শুল্কসহ ব্যয় হয়েছে প্রায় ৭ লাখ ২৯ হাজার টাকা। সবমিলিয়ে ব্যয় প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা। ফেডারেশনের মাধ্যমে বিকেএসপি ও ক্লাবগুলো তাদের শুটারদের জন্য এই অস্ত্র এনেছে।

শুটিং স্পোর্ট ফেডারেশনের উপমহাসচিব মোস্তাক ওয়াইজ বলেছেন, ‘জার্মানি থেকে নতুন অস্ত্র এসেছে। এর পেছনে ব্যয় ২ কোটি টাকারও বেশি। আধুনিক এই অস্ত্র শুটারদের বেশ কাজে দেবে। সামনে পিস্তল ও গুলি আসবে। বিকেএসপিসহ ক্লাবগুলো ব্যবহার করবে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন