parbattanews

জিওসি উপহার সামগ্রী থানচির ২০০ কর্মহীন পরিবারের হাতে

বৈশ্বিক মহামারী নোভেল করোনাভাইরাস প্রভাব ও রমজান মাসে দুঃস্থ মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চলে (জিওসি) এর প্রেরিত উপহার সামগ্রী বান্দরবানে থানচিতে দুই ইউনিয়নের বিজিবি ৩৮ ব্যাটালিয়ান জোনে তত্ত্বাবধানে কর্মহীন অসহায় ২শত পরিবারকে বিতরণ করা হয়েছে।

করোনা ভয় নয়, সতর্কতা করবো জয় এই স্লোগান নিয়ে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনীর আয়োজনে বুধবার (১৩ মে) সকাল ১০টা বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১শত পরিবার ও পৃথকভাবে দুপুর আড়াইটা থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের ১শত পরিবারকে এই সব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী মধ্যে চাল, ডাল, চিনি, লবণ, তৈল, সাবান, পেঁয়াজ, আলু ইত্যাদি একটি প্যাকেজ বিতরণ করা হয় ।

এ সময় বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানে জোনাল কমাল্ডিং অফিসার লে. কর্নেল মো. সানবীর হাসান মজুমদার, থানচি বিওপি ক্যাম্পে অধিনায়ক সোবেদা আমিনুল ইসলাম, হাবিলদার মুরাদ, নায়েক আবদুল কুদ্দুজ, সিপাহী মো. জহির, থানচি বাজার পরিচালনা কমিটি সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

Exit mobile version