parbattanews

জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দল পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে জিম্বাবুয়ে পৌছেছে। প্রায় ২২ ঘণ্টা ভ্রমণের পর বুধবার (৩০ জুন) ভোরে দেশটির হারারেতে গিয়ে পৌছে টাইগাররা। সেখানে একটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

করোনা টেস্ট রিপোর্টে দলের সবাই নেগেটিভ সনদ পেলে ১ জুলাই থেকে অনুশীলন শুরু করবে মুমিনুল হকের দল।

এদিকে দুবাই থেকে দলের সাথে যুক্ত হয়েছেন দলের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। ভিন্ন ফ্লাইটে হারারে পৌছাবেন সাকিব আল হাসান ও ওপেনার সাদমান ইসলাম অনিক।

হারারে বিমানবন্দরে অবতরণের পর জটিলতায় পড়েন ক্রিকেটাররা। দলের একাধিক ক্রিকেটারের লাগেজ পৌছেনি জিম্বাবুয়েতে। বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর লাগেজ ছাড়াই ক্রিকেটাররা চলে যান হোটেলে।

উল্লেখ্য, ৭ জুলাই থেকে টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর ১৬, ১৮ আর ২০ জুলাই হবে ৩টি ওয়ানডে। যা আইসিসি বিশ্বকাপের সুপার লিগে আরও এগিয়ে যাবার সুযোগ বাংলাদেশের জন্য। ২৩ জুলাই শুরু টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে ২৭ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

Exit mobile version