জিসাসে সাংগঠনিক সম্পাদক কবির
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটির কাপ্তাইয়ের কবিরুল ইসলাম (কবির)। তিনি বর্তমানে রাঙ্গামাটি জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র (বিউবো)-তে কর্মরত কবিরুল ইসলাম সততা ও নিষ্ঠার সঙ্গে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁর এই অর্জনে কাপ্তাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিউবো সিবিএর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, জিসাস কেন্দ্রীয় কমিটিতে কবিরুল ইসলামের সঙ্গে সভাপতি হিসেবে চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে হেলাল উদ্দিন হেলাল নির্বাচিত হয়েছেন।