জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা
খাগড়াছড়ি প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে র্যালি, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন গুলো।
মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জিয়ার ভাস্কর্যে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে এসে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনি. সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার আর্দশ নিয়ে নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে উল্লেখ করে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কংচারী মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক এমএন আফসার, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মহিলা দল সম্পাদিকা কুহেলী দেওয়ান, বিএনপি নেতা আ. রব রাজা, নজরুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।