জীবন নগর সড়কে ৮ কিলোমিটার পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি

fec-image

বান্দরবান ও থানচি উপজেলা সড়কের জীবন নগর হতে ভরট পাড়া পর্যন্ত ৮ কিলোমিটার সড়কে দুই পারে বিভিন্ন জাতের বনজ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০ টা জীবন নগরে পর্যটন কেন্দ্র নীল দিগন্তে নিচে বৃক্ষরোপণ কর্মসূচরি শুভ উদ্বোধন করেন বান্দরবান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. হক মাহাবুব মোরশেদ।

নিরাপদ সড়ক, পরিবেশ রক্ষা, সড়ক সজ্জিতকরণ “একটি চারা একটি স্বপন অক্সিজেনের করি বপন” স্লোগানে সড়কে জীবন নগর নামক স্থানে প্রায় আড়াই হাজার চারা রোপণ ও অবশিষ্ট চারাগুলোর সড়কের আশেপাশে বসবাসরত জনসাধারণের মাঝে বিতরণ করেন।

ট্রি ফাউন্ডেশন পরিচালনা, যমুনা গ্রুপ ও টেলিভিশন ব্যবস্থাপনা, বান্দরবানে বন বিভাগ,বান্দরবান জেলা প্রেস ক্লাব, থানচি উপজেলা প্রেস ক্লাব, মাইক্রো জীব মালিক সমবায় সমিতি, মাইক্রো শ্রমিক ইউনিয়নের আয়োজন করেন। বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. হক মাহাবুব মোরশেদ বলেন, গত মে জুন মাসের জীবন নগরে দুইটি মালবাহী ট্রাক, দুইটি পর্যটকবাহী মাইক্রোবাস সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে ৫/৬ জনে প্রাণহানি ও বহু মানুষ আহত হয়ে পঙ্গুত্ব জীবন-যাপন করেছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপির পরামর্শে বান্দরবান হতে থানচি রুমা, রোয়াংছড়ি উপজেলা সড়ক গুলিতে সড়কের দুর্ঘটনা কমাতে বৃক্ষরোপণ ছাড়া বিকল্প নেই।

সুতারাং এ সড়কে নীলগিরি, নী দিগন্ত পর্যটন কেন্দ্র ছাড়া ও সর্বাক্ষণিক মেঘের মেঘলা আকাশ প্রকৃতি সৌন্দর্য থাকায় সকল আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিদিন পর্যটক ভ্রমণে আসেন। সুতারাং তাদের জীবন বাঁচাতে আমাদের ছোট এ প্রয়াস।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, যমুনা টেলিভিশন বান্দরবান প্রতিনিধি বাটিং মারমা, ইত্তেফাক প্রতিনিধি মিলন চক্রবর্তী, থানচি প্রেস ক্লাবের মভাপতি অনুপম মারমা, সেকদু রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ মোস্তফা, মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি নাছির উদ্দিন আহমদ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন