parbattanews

জুমের আগুনে পুড়ে ছাই হয়ে গেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

jurasari
নিজস্ব প্রতিনিধি :

রাঙ্গামাটির জুরাছড়িতে জুমের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দয়া রঞ্জন চাকমা বলেন, বৃহস্পতিবার বিকালে জুমের আগুন থেকে এ আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন স্কুলের কয়েক কিলোমিটার দূরে একটি জুমে আগুন দেওয়া হয়। সে আগুন জুম এলাকা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। বেলা সাড়ে ৩টার দিকে জুমের আগুন এসে লাগে পেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বাতাসের গতিবেগ বেশি থাকায় মহুর্তের মধ্যে আগুন লেলিহান শিখা বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। আগুনের তেজ বেশি থাকায় গ্রামবাসীরা সামনে এগোতে পারেননি। ফলে মুহুর্তের মধ্যে বিদ্যালয়ের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপেন্দু চাকমা ও সভাপতি দয়া রঞ্জন চাকমা জানান, মুহুর্তের মধ্যে আগুন লেলিহান শিখা বিদ্যালয়ে ছড়িয়ে পড়ার কারণে আসবাবপত্র ও দাপ্তরিক কোন কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

উল্লেখ্য ২০১০ সালে বিদ্যালয়টি এলাকাবাসী ও ইউএনডিপি-সিএইচটিডিএফ মৌলিক শিক্ষা কর্মসূচীর আওয়াতায় স্থাপন করা হয় এবং বিগত ২০ ফেব্রুয়ারী এ বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়েছে।

Exit mobile version