parbattanews

জুরাছড়ি জোনের উদ্যোগে শান্তি সম্প্রীতি উন্নয়ন নিরাপত্তা সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির জুরাছড়ি জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জুরাছড়ি জোনের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কেএম ওবায়দুল হক পিএসসি।

মেজর তৈয়বুর রহমানের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উদয়জয় চাকমা, মেজর সম্রাট তানভীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ আবদুল বাসেদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং হেডম্যান কার্বারী বৃন্দ।

লে. কর্ণেল ওবায়দুল বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই এরা দেশ এবং জাতির শত্রু এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি।

নিরাপত্তাবাহিনীর এ কর্মকর্তা বলেন,  সম্প্রতি মোবাইলে হুমকি বেড়ে গেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে পরামর্শ প্রদান করেন।

এ কর্মকর্তা আরও জানান সরকার রাঙামাটি পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য ১২ শো কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আশাকরি এ অঞ্চল পর্যটন সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে।

Exit mobile version