parbattanews

জুরাছড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং শিশুদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে প্রতিফলন করার সুযোগ করে দিতে হবে। বৃহস্পতিবার (১০ মার্চ) জুরাছড়ি পানছড়ি ভূবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা একথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। সরকার শিক্ষকদের বেতন ভাতার বৃদ্ধির পাশাপাশি সকল প্রাথমিক বিদ্যালয়কে জুনিয়র স্কুলে পর্যায় ক্রমে রূপান্ত করা হচ্ছে।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি বন বিহারী চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি জুরাছড়ি ভাপরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তপন কান্তি দে, থানা এএসআই মো. আলমগীর, প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমাসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিবাবকগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version