জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা রাঙামাটি জেলা প্রশাসকের

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুল্লাহ। শনিবার (৮ ফেব্রুয়ারী) লংগদু উপজেলায় এসব সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ওইদিন লংগদু উপজেলার আহত ছাত্র মো. ইমরান-কে চিকিৎসার জন্য আশি হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তিনি ঢাকায় জুলাই বিপ্লবে আন্দোলনরত অবস্থায় আহত হয়েছিলেন। এছাড়াও জেলা প্রশাসক আহত আরও তিনজনকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে।
এদিকে সহায়তা প্রদানের আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদের মিলনায়তনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিয় সভা করেছে। উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিউল উদ্দীন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য মিনহাজ তৌকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।