জুলাই গণঅভ্যুত্থানে আহত টেকনাফের চার ছাত্র পেলো আর্থিক অনুদানের চেক


জুলাই গণঅভ্যুত্থানে টেকনাফের আহত চার ছাত্রদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১জুন) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত সি-ক্যাটাগরির চার ছাত্রের হাতে এক লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
টেকনাফের চারজন চেক প্রাপ্তরা হলেন, টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মো: আবসার উদ্দিন, হ্নীলা ইউপি জাদিমুড়া রঙ্গিখালী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে হোসন জোহর, একই ইউপি পূর্ব লেদা পাড়ার কবির আহমদের ছেলে রিয়াজ উদ্দিন ও বাহারছড়ার মো: আমির হোসাইনের ছেলে ইমরান ইবনে আমিন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন,কক্সবাজার জেলার৭১জন জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বাবদ প্রাপ্ত জনপ্রতি এক লাখ টাকা হারে মঞ্জুরিকৃত অর্থের চেক মোট ৭১লক্ষ টাকা বরাদ্দপত্রের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট জুলাই গণঅভ্যুত্থানে আহতদেরকে বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,টেকনাফ উপজেলার ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত “সি” ক্যাটাগরির চার আহত ছাত্রদের জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক হাতে তুলে দেন টেকনাফ বাহারছড়ার ইমরান ইবনে আমিন,হ্নীলা জাদীমুরার হোছন জোহর,টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার মো: আবসার উদ্দিন ও হ্নীলা পূর্ব লেদা পাড়ার রিয়াজ উদ্দিন।