জুলাই বিপ্লবে শহীদ‌দের স্মর‌ণে মা‌টিরাঙ্গা কলে‌জে স্মরণসভা

fec-image

মা‌টিরাঙ্গা সরকারি ডিগ্রী ক‌লে‌জে বৈষম‌্যবি‌রো‌ধী আ‌ন্দোল‌নে শহীদ ও আহত‌দের স্মর‌ণে স্মরণর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৮ ন‌ভেম্বর) দুপুর ১২টায় ক‌লেজ অ‌ডি‌টে‌রিয়া‌মে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন মা‌টিরাঙ্গা ডিগ্রী ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রফেসর মো. কামাল হো‌সেন মজুমদার।

এ‌তে স্বাগত বক্তব্য রা‌খেন ক‌লে‌জে‌র রাষ্ট্রবিজ্ঞান বিভা‌গের প্রভাষক ও সভার সভাপ‌তি নুরুল আফসার।

১৯৪৭ থে‌কে ২০২৪ সাল পর্যন্ত বাংলা‌দে‌শের বি‌ভিন্ন প্রেক্ষাপ‌টের স্মৃ‌তিচারণ ক‌রে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে কামাল মজুমদার বলেন, বাংলা‌দে‌শের মানুষ সংগ্রাম ও স্বাধীনতা প্রিয়। যেকোন অন‌্যায়, অত‌্যচার নি‌পীড়‌ন, স্বৈরাচার ও জুলুমবা‌জের বিরু‌দ্ধে আ‌ন্দোলন ক‌রে কখ‌নো পিছ পা হয়নি। যার প্রমাণ ৯০ পরবর্তী ২০২৪ স‌লের ৫ আগস্ট।

ছাত্র সমাজ কখ‌নো কোন সাম‌রিক বা স্বৈরশাসকের সা‌থে আ‌পোষ করেনি উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, বৈষম‌্যবি‌রো‌ধী ছাত্র আ‌ন্দোলন বাংলা‌দে‌শের সাধারণ ছাত্রদের এক‌টি সংগঠন। ২০২৪ সা‌লে ঘ‌টিত কোটা সংস্কার আন্দোলন, যা পরবর্তী‌তে অসহ‌যো‌গে আ‌ন্দোল‌নে রূপ‌ নেয়। ফ‌লে তৎকা‌লীন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও তার মন্ত্রীপ‌রিষদ দেশ ছাড়‌তে বাধ‌্য হ‌য়।

কোটা আ‌ন্দোল‌নে নিহত আবু সাইদ সহ সকল শহীদ‌দের আত্মার মাগ‌ফিরাত ও আহত‌দের সুস্থতা কামনা ক‌রে সুন্দর বাংলাদেশ বি‌নির্মা‌ণে ছাত্র সমাজ‌কে অন‌্যা‌য়ের কা‌ছে মাথা নত না ক‌রে এ‌গি‌য়ে যাওয়ার আহ্বান জানান তি‌নি।

এ সময় অন‌্যন‌্যদের মা‌ঝে প্রভাষক আবুল খা‌য়ের, মধু সুদন পাল, ম‌নিরুল আলম, নুরুল ইসলাম, রিমা চাকমা, আক্তার সা‌রোয়ার ও মো. জ‌সিম উ‌দ্দিন প্রমুখ ও এবং ক‌লে‌জে‌রে ছাত্র-ছাত্রীগণ উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠান শে‌ষে শহীদ‌দের আত্মার মাগ‌ফিরাত ও আহত‌দে সুস্থতা কামনা ক‌রে বি‌শেষ মুনাজাত ক‌রেন প্রভাষক মো. আবুল বাশার মিয়‌া‌জি। প‌রে এক ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন