কক্সবাজারে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ

জুলাই হত্যাকান্ডের বিচারে গাফিলতি সহ্য করা হবে না : মীর মাহবুব

fec-image

আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ

জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচারিক কার্যক্রমে বিন্দু পরিমাণ গাফেলতি দেখলে আবারও আবু সাইদের মত বুক চিতিয়ে, মীর মুগ্ধের মতো পানি নিয়ে ছাত্র-জনতা মাঠে নামবে বলে মন্তব্য করেছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে কক্সবাজার জেলায় আহত ৪৭ যোদ্ধা ও একজন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আহত ৪৭ যোদ্ধাকে এক লাখ টাকা করে এবং শহীদ নুরুল আমিনের পরিবারকে ৫ লাখ টাকার চেক হস্তার করা হয়।
এসময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদদের প্রসঙ্গ তুলে ধরে স্নিগ্ধ বলে, তাদের এই ত্যাগ কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। দেশের জন্য ত্যাগের সাহস সবার থাকে না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, ‘কক্সবাজারে আহত ও শহীদ পরিবারগুলো বর্তমানে অত্যন্ত কষ্টে দিনযাপন করছে।’ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানিয়েছে, আন্দোলনে কক্সবাজার জেলায় আহত হয়েছে ৮২ জন ও শহীদ হয়েছে ৪ জন। আহতদের মধ্যে ৬২ জনের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে আহত ৪৭ জনকে সহায়তা দেয়া হলো আজ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে আহতের প্রতি শ্রদ্ধা ও শহীদদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জুলাই, ফাউন্ডেশন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন