জেএসএস এমএন লারমা রাঙ্গামাটি সদর থানা কমিটি গঠন

“পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জুম্ম জাতির ঐক্য গড়ে তুলুন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)র রাঙ্গামাটি সদর থানা সম্মেলন ২০’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার জেএসএস কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে, রাঙ্গামাটি জেলা কমিটির সহ সভাপতি শ্রী রাজেন্দ্র লাল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)র কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতিময় চাকমা।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)র কেন্দ্রীয় কমিটির সদস্য নরেজ চাকমা, রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি চিত্র বিকাশ চাকমা, দীঘিনালা থানা কমিটির সদস্য সমীর চাকমা, যুব সমিতি দীঘিনালা থানা কমিটির সভাপতি সোনামণি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজ্যময় চাকমা এবং ছাত্রনেতা সুনেন্টু চাকমা প্রমুখ।
সম্মেলনে সমিরণ চাকমাকে সভাপতি, পূর্ণাঙ্গ চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুশীল কান্তি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি সদর থানা কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বক্তারা “পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ পাহাড়িদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।