parbattanews

বাঘাইছড়িতে ইউপিডিএফ-জেএসএস গুলিবিনিময়

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ এবং জেএসএস সংস্কার এর মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২ মে) সকালের দিকে উপজেলার দুর্গম রূপকারী ইউনিয়নের নালকাটা এলাকায় এ ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার নিয়ন্ত্রণ নিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপ  (জেএসএস সংস্কার) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়েছে। তবে উভয় গ্রুপের মধ্যে হতাহত হয়নি।

সূত্র মতে আরও জানা যায়, চলতি বছরের এপ্রিল থেকে ইউপিডিএফ এবং জেএসএস সংস্কার এর মধ্যে বাঘাইছড়ি উপজেলা নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা আদায়ের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে কয়েকবার মুখোমুখি সংঘর্ষ, হুমকি, পাল্টা হুমকি, গুম, হত্যা এবং উভয় পক্ষের স্থানীয় নেতাদের এলাকা থেকে বিতাড়িত করার ঘটনা ঘটে। এসব ঘটনা নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন যাবত অন্তর্কোন্দল চলছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, জেএসএস এবং ইউপিডিএফ’র মধ্যে এলাকা নিয়ন্ত্রণ নিতে এ ঘটনা ঘটেছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গুলিবিনিময়ের সময় দৌড়া-দৈাড়িতে উভয় পক্ষের মধ্যে কয়েকজন আহত হয়েছে।

Exit mobile version