জেএসএস নেতা কে এস মং পুত্র শাহবাগে পুলিশের উপর হামলাকারী অং অং মং গাজাসহ আটক


জেএসএস-র অন্যতম শীর্ষ নেতা কে এস মং পুত্র অং অং মং সহ ৬ জনকে ৪ জুন ২০২৫ গাজাসহ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অং অং মং দলবল নিয়ে গাঁজা সেবন করতে গিয়েছিল এবং এ সময় তাদের দলে কয়েকজন মেয়েও ছিল বলে জানা যায়। অং অং মং ঢাকার হোটেল ইন্টারকন্টিনালের সামনে গত মার্চে পুলিশের ওপর হামলা চালায় এবং এই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
পুলিশ জানায়, ১১ মার্চ ২০২৫ অং অং মং হোটেল ইন্টারকন্টেনালের সামনে রমনা থানার পুলিশ সদস্যদের মারধরে নেতৃত্ব দেন। তার এমন দু:সাহসের পেছনে তার পিতার অনৈতিক প্রভাবকে দায়ী করছে পুলিশ। অং অং মং-এর পিতা কে এস মং জনসংহতি সমিতি বা জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সদস্য। সর্বমহলে পিতার প্রভাবকে কাজে লাগিয়ে অং অং মং বেপরোয়া হয়ে উঠেছে এবং দলবল নিয়ে এখানে সেখানে মাদক সেবন ও পার্বত্য এলাকায় বাঙালিদের স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত পড়েছেন।
১১ মার্চ ২০২৫ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তারা রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণবিরোধী পদযাত্রা করতে গেলে জনস্বার্থে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় এই মাদকাসক্ত অং অং মং এর নেতৃত্বে পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এ ঘটনায় তখন ১২ জনের নাম উল্লেখ করে রমনা থানায় একটি মামলা হয়। এ মামলার এজাহারভুক্ত প্রধান আসামী অং অং মং। ৪ জুন ২০২৫ সোহরাওয়াদী উদ্যানের ভিতরে অং অং মং দলবল নিয়ে গাঁজা সেবন করতে গিয়ে কয়েকজন মেয়ে ও গাজাসহ পুলিশের হাতে হাতে ধরা পড়ে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেএসএসের মুখপাত্র এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর পুত্র অং অং মং তথা অং অং মং। স্থায়ী ঠিকানা বান্দরবান শহরের উজানীপাড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র অং অং মং। পিতার রাজনৈতিক আদর্শের পথ ধরে অং অং মং ঢাকায় বাম রাজনৈতিক ছাতার আড়ালে পাহাড়ে জনসংহতি সমিতির রাজনৈতিক মতবাদ প্রচারণায় অংশ নিচ্ছে এবং মাদকে আসক্ত হয়ে দিনে দিনে উচ্ছৃঙ্খল ও বেপরোয়া হয়ে উঠছেন ।