জেলা পরিষদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে মানিকছড়িতে ঈদ-সামগ্রী বিতরণ

fec-image

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমএ. জব্বার ব্যক্তিগত উদ্যোগে মানিকছড়ি উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের এক হাজার তিনশ জন কর্মহীন ও গৃহবন্দি মানুষের মাঝে ঈদ-সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় নিজ বাড়ীর পাশে খোলা মাঠে হাজারো মানুষের গণজমায়েত হয়। এ সময় ৫‘শ ৫০ জনকে ঈদ-সামগ্রীর প্যাকেট বিতরণ ও নগদ ১লক্ষ টাকা বিতরণ করে লোকজনের উপচেপড়া ভীর সামাল দিতে হয়েছে।

এতে পুলিশ, যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে ঈদ-সামগ্রী ও নগদ সহায়তায় সহযোগিতা করেছেন।

গত ১৭ মে উক্ত ঈদ-সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উপজাতি শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এম.পি)।

ওই দিন বাটনাতলী ও তিনটহরী ইউনিয়নে ২‘শ ৫০ জন করে মোট ৫‘শ পরিবারে ঈদ-সামগ্রী করোনায় গৃহবন্দি ও কর্মহীন মানুষের হাতে তুলে দেন অতিথিরা। এরপর যোগ্যাছোলা ইউনিয়নে ২২ মে ৩‘শ জনকে এবং মানিকছড়ি ইউনিয়নে ২৩ মে ৫‘শ ৫০ জনের হাতে ঈদ-সামগ্রী তুলে বিতরণ করেন জেলা পরিষদ সদস্য এমএ. জব্বার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, খাগড়াছড়ি, রেড ক্রিসেন্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন