জেলা পর্যায়ে আলাদা বাজেট বরাদ্দ রাখার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
জেলা সংবাদদাতা,রাঙামাটি :
জাতীয় বাজেটের সাথে জেলা পর্যায়ে আলাদা বাজেট বরাদ্দ রাখার দাবিতে শনিবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বক্তারা বলেন জাতীয় বাজেট করা হলেও প্রতিটি জেলায় আলাদা আলাদা বাজেট বরাদ্দ নেই। তাই জাতীয় বাজেটের সাথে প্রতিটি জেলার জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা হয়।
সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট চাই শ্লোগানকে সামনে রেখে গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন গণতন্ত্রিক বাজেট আন্দোলনের রাঙামাটি কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটির মিডিয়া ফোকাল পারসন সত্রং চাকমা, বেসরকারী উন্নয়ন সংস্থার শাইনিং হীলের কর্মকর্তা ভূপেশ দাশ ও সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।