parbattanews

জেল থেকেই পানছড়ির আরিফুলের এসএসসি পাশ

পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এবারের এসএসসি দেয়ার কথা ছিল আরিফুলের। কিন্তু তাকে পরীক্ষা দিতে হয়েছে খাগড়াছড়ি জেল হাজতে বসে। তার রোল ৭৮১৮৮৭ ও রেজি: নং ২৭০১০৭৬৯০০। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের ছাত্র ছিল।

গত ২৮ নভেম্বরের প্রকাশিত ফলাফলে জিপিএ ৩.৮৬ পেয়ে সে পাশ করে। আরিফুল উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির আলী নগর গ্রামের বাহাদুর মিয়ার ছেলে । পানছড়ির রাকিব হত্যাকাণ্ডে আরিফুলের সম্পৃক্ততা থাকায় তাকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাই জেল হাজতে বসেই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে তাকে।

আরিফের বাবা বাহাদুর মিয়া ছেলের পাশের বিষয়টি নিশ্চিত করে জানায়, আমার ছেলে একজন শারীরিক প্রতিবন্ধী। সমাজসেবা অধিদপ্তর থেকে পাওয়া তার প্রতিবন্ধী কার্ডও রয়েছে। ছেলেটাকে উদ্দেশ্যে প্রণোদিতভাবে এ মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় তার পাশের বিষয়টি নিশ্চিত করেছে।

Exit mobile version