parbattanews

জ্ঞানের আলোয় মূল্যবোধকে ধরে রাখার আহবান : ব্রি. জে. মাহবুব

02.09.2015_Khagrachari News.........

সিনিয়র স্টাফ রিপোর্টার :
জ্ঞান অর্জনের জন্য লেখা-পড়ার কোন বিকল্প নেই উল্লেখ করে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম পিএসসি বলেছেন, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজ ও পরিবারের মূল্যবোধকে ধরে রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মাণে জ্ঞানের পরিধি বাড়ানোর পরামর্শ দেন তিনি।

বুধবার খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) নতুন কুঁড়ি হাই স্কুলের বৃত্তি প্রাপ্ত ২০ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল হাসান মাহমুদ, নতুন কুঁড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী এ এন এম মাজেদুজ্জামানসহ পদস্থ সামরিক কর্মকর্তা ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম পিএসসি।

Exit mobile version