ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে চকরিয়া সংবাদ সম্মেলন

fec-image

কক্সবাজারের চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সামনে হাজারিকা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মানুষের জানমাল রক্ষার স্বার্থে সংবাদ করেছেন চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশন।

শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডভোকেট’স এসোসিয়েশন এর সভাপতি হাবিব উদ্দিন মিন্টু, সাবেক সভাপতি ও সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী, এডভোকেট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এডভোকেট মো. মঈনুদ্দিন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সিনিয়র আইনজীবী আরিফুল ইসলাম, মফিজুর রহমান হেলাল, দিদারুল ইসলাম, চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশ সাবেক সভাপতি লুৎফুর কবির, মো. এমরানুল হক ও মিফতাহ উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির মালিকানাধীন চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের চেম্বার সমুহের সাথে লাগোয়া দক্ষিণ পার্শ্বোক্ত দুইতলা বিশিষ্ট হাজারিকা ভবনটি অবস্থিত। হাজারিকা ভবনের দ্বিতীয় তলায় বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ ইব্রাহীমের চেম্বারের ভেতরে গ্রেটবীম ভাঙ্গিয়া পড়ে। ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। এছাড়াও ওই ভবনের বিভিন্ন রুমে ছাদ ছিদ্র হয়ে পানি পড়ে আইনজীবীদের নানা ধরণের গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ভবন সমুহের সম্মুখ ওয়াল আপনা আপনি ভেঙ্গে পড়ে যায়। যে কোন মুহুর্তে উক্ত ভবনটি ধসে পড়ে চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশন চেম্বার সমূহের ওপর আঘাত হানতে পারে। ঘটতে পারে হৃদয়বিদারক মানুষের প্রাণহানির মতো বড় ধরণের মর্মান্তিক দুর্ঘটনা। এলাকার জনগণের স্বার্থে মেয়াদোত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের দাবি জানিয়ে চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চকরিয়া পৌরসভার মেয়র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চকরিয়া থানার অফিসার ইনচার্জ ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার বরাবর দৃষ্টি আকর্ষণ করেন।

চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশন সভাপতি হাবিব উদ্দিন মিন্টু দাবি করে বলেন, হাজারিকা ভবনের মালিক ঈসমাইলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশন সীমানা দেয়ালের কাজ করার সময় বিভিন্ন অজুহাতে কাজের বিঘ্নও সৃষ্টি করেন। এমনকি ভবনের পার্শ্বোক্ত এসোসিয়েশন জায়গার সীমানা নিয়ে নানা ধরণের হুমকি ও মিথ্যার আশ্রয় নিয়ে চলাচল পথের বিষয়ে অভিযোগ করেন। যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কর্তৃক চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশন ভবন নির্মাণের বরাদ্দকৃত টাকা এখনো উত্তোলন যায়নি। ফলে ভবন নির্মাণের কাজ ব্যাহত হচ্ছে বলে তিনি দাবি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন