টানা ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন খাগড়াছড়িতে পালিত হচ্ছে স্বতঃস্ফুর্তভাবে
আবু তাহের মুহাম্মদ:
পার্বত্য চট্রগ্রাম ভুমি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিল, কমিশনে বাঙ্গালীদের প্রতিনিধিত্ব নিশ্চত করাসহ বিভিন্ন দাবীতে কয়েকটি বাঙ্গালী সংগঠনের তিন পার্বত্য জেলায় ডাকা টানা ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন চলছে।
খাগড়াছড়ি জেলা শহরের দ্বিতীয় দিনের হরতালেও হরতালের সমর্থনে কোন তৎপরতা নেই। কোন ধরনের বাঁধাদান ছাড়াই ভোর থেকে স্বত:স্ফুর্ত ও শান্তিপুর্নভাবে হরতাল পালিত হচ্ছে। শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দু’একটি রিক্সা চলাচল ছাড়া অটোরিক্সা,টমটম,ভাড়ায় চালিত হোন্ডাসহ কোন ধরনের যানবাহন চলাচল করছে না। খাগড়াছড়ি থেকে দূর- পাল্লার এবং আন্তঃ উপজেলার সড়কে কোন যানবাহন ছেড়ে যায়নি।
আজ খাগড়াছড়ির হাটবার হলেও ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি নগন্য। রাজনৈতিক দলের জাতীয় কর্মসুচীর পাশাপাশি স্থানীয় সংগঠনের টানা হরতালে আম,কাঠাল,আনারস সহ কাচামাল উৎপানকারীরা চরম বিপাকে পড়েছে। বেপারী না আসায় এবং সমতলে পন্য পরিবহন বন্ধ থাকায় তারা চরম ক্ষতির শিকার হচ্ছেন।
উল্লেখ্য একই দাবীতে তিন পার্বত্য জেলায় এর একদিনের সড়ক ও নৌ পথ অবরোধ ও হরতাল পালন করা হয়েছিল।