টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াই করেও শেষ সময়ে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। তাই আজ (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেটি টাইগারদের জন্য পরিণত হয়েছে বাঁচামরার লড়াইয়ে।
মিরপুরে আজ জিতলে সমতায় ফিরবে তামিম ইকবালের দল, হারলে এক ম্যাচ বাকি থাকতেই খোয়াবে সিরিজ।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম। অর্থাৎ ইংল্যান্ড প্রথমে ব্যাট করবে।
প্রথম ওয়ানডেতে মাত্র ২০৯ রানেই অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। তারপরও বোলাররা জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ডেভিড মালান দুর্দান্ত এক সেঞ্চুরি করে ৩ উইকেটের জয় এনে দেন ইংল্যান্ডকে।
ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড, বাংলাদেশ
Facebook Comment