টুইটারের সেরা ৮ ফিচার

fec-image

প্রযুক্তি বাজারে টিকে থাকতে বছরজুড়ে একের পর এক ফিচার নিয়ে এসেছে টুইটার। টুইটারে নতুন যুক্ত হওয়া ফিচারের মধ্যে অন্যতম বার্ডওয়াচ। এর সাহায্যে বিভ্রান্তিমূলক টুইট চিহ্নিতকরণ এবং সেই প্রসঙ্গে নোট লিখতে পারেন ইউজাররা। এছাড়াও আরও যেসব ফিচার এসেছে টুইটারে। এক নজরে দেখে নেওয়া যাক সেসব-

১. ইমেজ আপলোডস- টুইটারে এখন থেকে ৪কে ইমেজ আপলোড করতে পারবেন ইউজাররা। এর ফলে পিকচার কোয়ালিটি ভালো হবে।

২. ইমেজ প্রিভিউ অপশনের ক্ষেত্রে টুইটারে এখন থেকে আর ছবি ক্রপ বা কাটা হবে না। অর্থাৎ ফুল লুক ইমেজ দেখতে পাবেন ইউজাররা।

৩. কমিউনিটিস- টুইটারে নতুন করে চালু হয়েছে কমিউনিটি ফিচার। এর ফলে একটি গ্রুপের মধ্যে কথাবার্তা বলতে পারবেন ইউজাররা।

৪. সুপার ফলোস- পছন্দের ক্রিয়েটরদের সাবস্ক্রিপশনের ভিত্তিতে ফলো করার ফিচার এনেছে টুইটারে। আমেরিকার স্বল্প সংখ্যক কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।

৫. টিকেটেড স্পেস- টুইটারের এই নতুন ফিচারের সাহায্যে Spaces- এর মধ্যে লাইভ অডিও সেশন চালু করে কনটেন্ট ক্রিয়েটররা অর্থ উপার্জন করতে পারেন।

৬. ইউজার যে টুইট করেছেন তার মধ্যে কোনো স্ট্রং ল্যাঙ্গুয়েজ রয়েছে কিনা সেটা বোঝার জন্য বা ডিটেক্ট করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক স্মার্ট ফিচার চালু হয়েছে টুইটারে।

৭. কম্বাইটিং মিসইনফরমেশন- এই ফিচারের সাহায্যে কোনো বিতর্কিত টুইটকে লেবেল করা সম্ভব।

৮. সার্চ বাটন- এর মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারীর টুইটগুলো খুঁজে বের করা সহজ হবে। টুইটারের প্রোফাইল পেজে নতুন এই সার্চ বাটন যুক্ত করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন