parbattanews

টেকনাফের আলোচিত শিশু আলো হত্যাকান্ডের ৮ বছর আজ

শিশু আলী উল্লাহ

টেকনাফের আলোচিত হত্যাকান্ড শিশু আলী উল্লাহ আলো হত্যাকান্ডের ৮ বছর আজ। এ উপলক্ষে শনিবার (৭ সেপ্টেম্বর)  সকাল থেকে গোদারবিল নিজ এলাকায় আলোর পিতা ও জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুল্লাহর বাড়ীতে শিশু পুত্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে, খতমে কোরআন, এতিম শিশুসহ দূঃস্থদের খাবার, বস্ত্র বিতরণ, বিশেষ দোয়া মাহফিল।

উল্লেখ্য, গত ২০১১ সালের ৭ সেপ্টেম্বর আজকের এই দিনে টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির অর্থ-সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুল্লাহর শিশুপুত্র, টেকনাফ বর্ডারগার্ড পাবলিক স্কুলের ১ম শ্রেনীর ছাত্র আলী উল্লাহ আলোকে ভাড়াটিয়া খুনিরা তার নিজ বাড়ির কাচারী ঘরে ৭ বছর বয়সী অবুঝ শিশুটিকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছিল।

আজ ৭ সেপ্টেম্বর ২০১৯ এ হত্যাকান্ডের দীর্ঘ ৮ বছর অতিবাহিত হলো। অথচ এই নির্মম শিশু হত্যার সাথে জড়িত মুলহোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এমনকি ওই অদৃশ্য শক্তি ও হত্যা পরিকল্পনাকারী গডফাদাররা কৌশলে মামলার আসামি সুমনকে জামিনে মুক্ত করে এবং তাকেও হত্যা করার চেষ্টা করেছিল বলে জানায় আলোর বাবা আব্দুল্লাহ।এদিকে শিশু আলো হত্যাকান্ডের সঠিক বিচার দাবি করেছেন টেকনাফ উপজেলার মানুষ।

Exit mobile version