parbattanews

টেকনাফের শরণার্থী ক্যাম্পে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবির থেকে নারী ধর্ষণের অভিযোগে দুইজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

রোববার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

ধৃতরা হচ্ছে- নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ব্লক-সি, শেড-৮৮৮ এর জাফর আহাম্মদের ছেলে উমর ফারুক (২১) ও একই ব্লকের কাসেমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, রোববার বিকেলে নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের ব্লক-সির এক রোহিঙ্গা নারীকে তার বসতঘর সংলগ্ন টয়লেটে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় আটকরা। পরবর্তীতে এ বিষয়ে ভিকটিম ও তার পরিবারকে কোনো আইনের আশ্রয় না নেওয়ার জন্য হুমকি প্রদান করে তারা। ভিকটিম তার ব্লকের মাঝিসহ এপিবিএন ক্যাম্পে ঘটনা জানালে নয়াপাড়া এপিবিএন অফিসার ও ফোর্স তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভিকটিম ও অভিযুক্তদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version